ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজি চালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা নামক স্থানে। এতে ঘটনাস্থলেই সিএনজি ট্যাক্সি চালক ও একজন নারী যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত দুইজন যাত্রী। শুক্রবার বিকাল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চকরিয়ার খুটাখালী নামক ষ্টেশন থেকে তিন যাত্রী নিয়ে সিএনজি ট্যাক্সিটি রামু উপজেলা সদরে আসার সময় কক্সবাজার থেকে বান্দরবানমুখি পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় বাসের নিচে চাপা পড়ে ট্যাক্সিটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলে ট্যাক্সি চালক জিসান (২৩) ও নারী যাত্রী সেনোয়ারা বেগম (৪৫) মারা যান। আহত অপর দুই ট্যাক্সি যাত্রীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।