ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায়। জমির সীমানা প্রাচীর নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার বিকালে এই ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত মোন্নাফ কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় হযরত আলী মিয়ার ছেলে। ঘটনায় আহতরা হলেন- জিসান ও জাহাঙ্গীর।