ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায়। উদ্ধারকৃত যুবকের নাম সমুন (৩০), সে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আব্দুল করিমের ছেলে। দুই সন্তানের জনক সুমন পেশায় একজন পশু ব্যবসায়ী। বর্তমানে পরিবার পরিজন নিয়ে জিনজিরা নামাবাড়ী এলাকার মতি হাজীর বাড়িতে ভাড়া থাকতেন।
রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ বেবি সাহেবের ডক এলাকার মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে ভাত খাওয়া অবস্থায় বাইরে থেকে কেউ একজন ডাক দিলে খাবার রেখেই সে চলে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায়নি। রবিবার নদীতে একটি লাশ পাওয়া গেছে খবর শুনে সেখানে গিয়ে সুমনের লাশ শনাক্ত করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ কাইয়ুম সরকার জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।