ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইরে। শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চর আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে ধর্ষণ, অপরহণ ও চুরির আরো তিনটি মামলা রয়েছে।
ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে জনৈক ব্যক্তির ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্রীকে কৌশলে তাদের বাড়ি থেকে হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া উপজেলার চর আজিমপুর গ্রামের একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই বাড়ির একটি রুমের মধ্যে আটকিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে হাবু মিয়া।
শনিবার সকাল ৬টার দিকে তাকে তার বাড়িতে পৌঁছে দেন তিনি। এদিন সকালে ওই ছাত্রী তার বাবাকে ঘটনার বিস্তারিত জানান এবং পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় মামলা করেন।