বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৫

শনাক্ত বেড়েছে করোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১ জনে।
গতকাল শনিবার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।