ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. এসমাইল গাজী (৫০) নামে আন্তঃজেলা ডাকাত দলের সরদারকে (২১শে নবেম্বর) রবিবার ভোর আনুমানিক ৬ঃ৩০ মিনিটের দিকে বাউফল উপজেলার ৪ নং কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে ৪ রাউন্ড গুলি ও দেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশের টিম।
পুলিশ সুত্র থেকে যানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে চিরনি অভিযান চালিয়ে ডাকাত ইসমাইল গাজীর খবর পেয়ে বাউফল থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।সুত্রে আরো যানায়,ডাকাত এসমাইল দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। রবিবার দিবাগত রাতে ইসমাইল বাড়িতে আসলে গোপন সুত্রে পুলিশ জানতে পারে এবং তার নিজগৃহ থেকে অভিযান চালিয়ে অবৈধ চার রাউন্ড গুলি, রামদা সহ বেশ কিছু অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করে। তাছাড়াও, ডাকাত ইসমাইল গাজীর বিরুদ্ধে বাউফল থানা ও পটুয়াখালী কোর্টে বিস্ফোরক,ডাকাতি,চুরি ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এসমাইল ডাকাত গ্রেফতার হওয়ায় কেশবপুর এলাকার মানুষের মধ্যে যেন সস্তি ফিরে এসেছে। ডাকাত ইসমাইলের দ্বারা ওই এলাকার বিভিন্ন পরিবার বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছিলে এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী কিছু পরিবার।
এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসমাইল ডাকাতকে গ্রেফতার করায় আমি মনে করি বাউফল থানা পুলিশের একটি বিশাল সফলতা এবং ডাকাত ইসমাইলের বিরুদ্ধে নতুন মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”