শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৫৬

গৃহবধূর বিষপানে আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছোট বোনের বিয়ের দাওয়াতে যেতে না পারায় স্বামীর ওপর অভিমান করে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে উপজেলার দুল্লা ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
তবে নিহতের পরিবারের দাবি, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।
নিহত গৃহবধূর নাম মার্জিয়া সুলতানা তমা (১৯)। তিনি উপজেলার চারিপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে।
স্বামী জহুরুল ইসলাম (২৬) ওই গ্রামের মো. নরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার নিহতের ছোট বোন তামান্না আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। ছোট মেয়ের বিয়ে উপলক্ষে বাবা আবু তাহের (৪৫) তমা ও তার জামাইকে দাওয়াত দিয়ে নিতে যায়।
তমাকে দাওয়াতে যেতে দেওয়া হবে না বলে শ্বশুরকে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলেন জহুরুল। পরে স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা বিষপান করে আত্মহত্যা করেন তমা।
এলাকাবাসী তমাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের বাবা আবু তাহের (৪৫) বাদী হয়ে থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করলে পুলিশ স্বামী জহুরুল ইসলামকে আটক করে এবং লাশ ময়মনসিংহ কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।