বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতের তৈরি কোভ্যাক্সিন জরুরি ব্যবহারে অনুমোদন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ভারতের তৈরি কোভ্যাক্সিন টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে করোনা মোকাবেলায় জরুরি প্রয়োজনে। গতকাল বুধবার বিবিসি এ তথ্য জানায়।
জরুরি পরিস্থিতিতে কোভ্যাক্সিন ব্যবহারের অনুমতি দিয়ে ডাব্লিউএইচওর বিশেষজ্ঞ প্যানেল জানায়, ১৮ বছর থেকে শুরু করে এর বেশি বয়সীদের এই টিকা দেওয়া যাবে। চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজে এই টিকা দেওয়া যাবে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন বা এর বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির রোগের তীব্রতা যত বেশি হোক না কেন, রোগের বিরুদ্ধে টিকার ৭৮ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। কোভ্যাক্সিন সংরক্ষণ করা সহজ হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য এই টিকা ‘অত্যন্ত উপযোগী’ বলেও জানায় ডাব্লিউএইচওর বিশেষজ্ঞ প্যানেল। তবে গর্ভবতীদের ওপর টিকার প্রভাব ও কার্যকারিতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বলে জানান বিশেষজ্ঞরা।