ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবারও দুই বছর পর দেশের বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১০ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা পেয়ে থাকেন সরকার থেকে। এর আগে দীর্ঘ ৯ বছর পর ২০১৯ সালের অক্টোবরে দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছিল সরকার। তারও আগে ২০১০ সালে এমপিওভুক্ত করা হয়েছিল ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান।