ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাদ্দাম হোসেন (২৮) নামে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ আর এই ঘটনা শেরপুরের নকলায়।
শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি নামাপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সাদ্দাম ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাদ্দাম হোসেন মাদকাসক্ত থাকার কারণে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত এবং বাড়ির সামনে থাকা দোকান ঘরে রাতের বেলায় একা ঘুমাত। প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে দোকানেই ঘুমিয়ে যায় সাদ্দাম। শনিবার সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকতে গিয়ে কোন সাড়াশব্দ পাচ্ছিল না তার। একপর্যায়ে ফাঁক দিয়ে উঁকি দিলে তাকে চিৎ হয়ে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে সংবাদ দেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে সাদ্দামের লাশ উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মুশফিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, প্যাথোডিন জাতীয় ইঞ্জেকশনের খালি প্যাকেট ও গ্যাস ম্যাচ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷