ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। এর আগে গতকাল (২০ অক্টোবর) ছয় জনের মৃত্যু এবং ৩৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০১ জনের।