ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৭ জনের মৃত্যু হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে। এ সময়ে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও ৫১৮ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৯ জন।
এতে বলা হয়, দেশে এ নিয়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৩০ জনের।
২৪ ঘণ্টায় দেশের ৮২৮টি ল্যাবে করোনার ২২ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ। দেশে এ নিয়ে টানা ২৩ দিন করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে দেশে আরও ৫০৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।
এ পর্যন্ত মোট ১ কোটি ২০ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।