রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৫৯

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা কাজি ইমদাদুল হক মিরান মাষ্টার কে
স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার ৮ অক্টোবর বেলা ২ টা ৩০ মিনিটে ফরিদপুরের নগরকান্দা মদিনাতুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মিরান মাষ্টারকে গার্ড অব অনার দেওয়া হয়।
নগরকান্দা ও সালথা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব, হাসিব সরকার ও নগরকান্দা থানা অফিসার ইনচার্জ জনাব, সেলিম রেজা বিপ্লব তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, হাসিব সরকার রাষ্ট্রের পক্ষের সালাম গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর হক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সুমন কাজি, সুজন কাজি, সায়েম মাষ্টার সহ সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে নগরকান্দা মদিনাতুল উলূম মাদ্রাসা গোরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায় শুক্রবার রাত ১টার সময় বার্ধক্যজনিত কারণে ইমদাদুল হক মিরান মাষ্টার নগরকান্দা পৌরসভার মধ্যে জগদিয়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”