শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৮

করোনা পরিস্থিতি মোকাবেলায় মতবিনিময় সভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরগুনায় সকাল ১১ টায় বরগুনা জেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যত করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জনাব, হাবিবুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে বরগুনা জেলার মুখ্য সমন্বয়ক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর বিদ্যুৎ বিভাগের সম্মানিত সচিব জনাব, হাবিবুর রহমান। পুলিশ সুপার জনাব, মুহম্মদ জাহাঙ্গির মল্লিক, সিভিল সার্জন ডা: মারিয়া হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব জাহাঙ্গীর কবীর সহ বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, জেলায় কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসন এর পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় গৃহীত কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়৷ সভায় সচিব বরগুনা জেলার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের বক্তব্য শুনেন। সভায় উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে, তিনি সদর জেনারেল হাসপাতালে ৫০টি শয্যা দ্রুত সময়ের মধ্যে স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের নেতৃত্বে বরগুনাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় করোনা মহামারী প্রতিরোধে বরগুনার সর্বস্তরের মানুষকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
“মিরাজুল ইসলাম সংবাদদাতা বরগুনা”