ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় শেরপুরে বাবুল ওরফে বাবুল কবিরাজ (৩১) নামে এক যুবকের ৪৪ বছরের কারাদণ্ড হয়েছে।
রবিবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, মো. আখতারুজ্জামান আসামির ভার্চুয়াল উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বাবুল সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে। আসামির ৪৪ বছরের কারাদণ্ডের মধ্যে অপহরণের দায়ে সংশ্লিষ্ট আইনের ৭ ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে ৯ (১) ধারায় যাবজ্জীবন (৩০) বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী জনাব, সাখাওয়াতউল্লাহ বলেন, রায়ে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। কাজেই আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।