শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২৯

বিজিবি কর্তৃক ভারতীয় অবৈধ মালামাল আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি) কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনস্ত লোগাং সিআইও ক্যাম্পের জেসিও সুবেদার সৈয়দ মাসুদ রানা এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ক্যাম্প সংলগ্ন চেক পোষ্টে সিএনজি তল্লাশি করে মালিকবিহীন (পরিত্যক্ত) অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল
জিরা, চা-পাতা বিভিন্ন প্রকার সাবান স্পার্কেল ভীম,শালিমার আগারবাতি,ব্রাজিল পাইনাপেল ইনছেনসিস আগরবাতি, রেটল ইঁদুর মারার বিষ, চন্দন কাঠি,জনসন ক্রিম,ডাবুর টুথ পেষ্ট,কমপোর্ট,ফেব্রিক কন্ডিশনার, বিভিন্ন প্রকার শ্যাম্পু, বিভিন্ন প্রকার স্যান্ডেল, চিংড়ি, শুটকি মালামাল বহনের ব্যাগ ইত্যাদি উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য = ৫৩১৯০ টাকা।
উল্লেখ্য,চলতি বছরের বিভিন্ন সময়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় অবৈধ মালামাল এবং মাদকদ্রব্যসহ আসামী আটক করেছে। দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও এলাকার জনসাধারণকে
মাদক, অবৈধ মালামাল, নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে প্রতিনিয়ত সচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে বলে জানা যায়।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”