শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৮

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কায় মো. হাসান (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন আর এই ঘটনা কুমিল্লা সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায়। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত হাসানের বাড়ি একই জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামে।
জানা গেছে, সকালে গোমতী নদীর আইল দিয়ে মোটরসাইকেল চালিয়ে সীমান্তবর্তী সুবর্ণপুর গ্রামে যাচ্ছিলেন হাসান। পথে জালুয়াপাড়া এলাকায় কুমিল্লা শহরমুখী একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন হাসান। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।