ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৫ লক্ষ ২৭ হাজার ৮০০ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আর এই ঘটনা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায়।
জব্দকৃত ভারতীয় শাড়ীর মধ্যে রয়েছে ১১৯ পিস আলিশা শাড়ী ও ২০৭ পিস সায়মন কাতান শাড়ী। তাবে এ অভিযানে কোন চোরকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল জনাব, এ এস এম জাকারিয়া সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের বারমারী বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) নায়েব সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল সীমান্তে দায়িত্বরত ছিল।
রবিবার দিনগত রাত ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৬৪/৪-এস হতে আনুমানিক তিনশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থানে ফাঁদ পেতে থাকে। ভারতের দিক হতে চোরাকারবারীরা মাথায় করে মালামাল নিয়ে আসতে দেখে বিজিবির টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দৌঁড়ে পালিয়ে যায় চোরকারবারীরা।
পরে তাদের ফেলে রাখা শাড়ী জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব ভারতীয় শাড়ী জেলা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে প্রেস বিজ্ঞপ্তিতে জানান ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”