সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:২০

কালভার্ট নির্মাণ না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯ নম্বর ওয়ার্ডের নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকার গোলাপখালী খালের ওপর দীর্ঘদিনেও কালভার্ট নির্মাণ হয়নি। প্রায় ১২ বছর আগে ভেঙে পড়েছে এটি। কালভার্টের জায়গায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। এতে চরম দুর্ভোগে এলাকাবাসী।
জানা যায়, ২০০৯ সালে হোসেনপুর বিলের পানি নামার সময় বক্স কালভার্টটি ভেঙে খালে পড়ে যায়। এরপর এলাকাবাসী বার বার পৌরসভাকে জানালেও তারা কালভার্টটি নির্মাণের উদ্যোগ নেয়নি। ১২ বছর ধরেই এলাকাবাসী এ ভাঙা কালভার্টের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নেত্রকোনা পৌরসভার হোসেনপুর গোলাপখালী খালের ওপর ২০০৪-২০০৫ সালের দিকে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। ফলে এ অঞ্চলের লোকজনের যাতায়াতের সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়।
হোসেনপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন জানান, ‘ঝুঁকি নিয়ে প্রতিদিনই আমাদের এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া তো দূরের কথা, রিকশা-ভ্যানে করে নিয়ে যাওয়াও সম্ভব হয় না।
পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন শেখ বলেন, বক্স কালভার্টটি পুনর্নির্মাণের জন্য আমি পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আশা করছি, আসছে শুকনো মৌসুমে কালভার্টটি নির্মাণ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নেত্রকোনা পৌর মেয়র জনাব, নজরুল ইসলাম খান বলেন, এলাকাবাসীর কাছ থেকে লিখিত আবেদন পেলে বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”