ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফোন করলেই করোনা রোগীদের দুয়ারে গিয়ে হাজির হচ্ছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ফ্রী অক্সিজেন সেবা। দিনভর রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তারা। ফোন কলেই মিলছে অক্সিজেন সেবা। বৈশিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে গত (৮ আগষ্ট) থেকে শুরু হয় এই ফ্রী অক্সিজেন ব্যাংকের কার্যক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের উদ্যোগে গত (৮ আগষ্ট) রবিবার পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ‘পটুয়াখালী জেলা আওয়ামী লীগ অক্সিজেন ব্যাংক’ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব, কাজী আলমগীর।
শুরুতে মোট ১৩ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুরু হয় অক্সিজেন ব্যাংকের কার্যক্রম। তবে রোগীদের চাহিদায় বর্তমানে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেবা দিয়ে যাচ্ছে তারা।
জেলা আওয়ামীলীগের নেতৃত্বে দিনভর রোগীদের সেবায় কাজ করে যাচ্ছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি বলেন, দেশের যেকোনো সংকটময় সময়ে আওয়ামীলীগ মানুষের পাশে থেকেছে। আমরা সবাই সচেতন হলে আজকের মহামারীর এই দুঃসময় আমরা খুব দ্রুত কাঁটিয়ে উঠতে পারবো। বর্তমানে জেলা আওয়ামীলীগের অক্সিজেন ব্যাংকে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আমাদের জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দিনভর ছুটে চলছে মানুষের দুয়ারে দুয়ারে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সবসময় যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে আছি। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ অক্সিজেন ব্যাংকের সমন্বয়কারী হৃদয় আশীষ জানান, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের নেতৃত্বে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা এই অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছি রোগীদের বাসায় বাসায়। প্রতিদিন ফোন আসে, ফোন আসার সাথে সাথেই আমরা ছুটে যাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে। তবে আগের থেকে খানিকটা রোগীর চাপ কমেছে। তবে তা নিতান্তই কম। অতিরিক্ত প্রয়োজনে আমরা হাসপাতালেও জেলা আওয়ামীলীগের এই অক্সিজেন সেবা দিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের নেতৃত্বে আমরা সবসময় মানুষের পাশে আছি। সবাই সচেতন হলে দিনে দিনে সংক্রান্তের হার কমবে, মৃত্যুর হার কমবে। তাই আমাদের সকলের উচিৎ সতর্ক হওয়া।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”