ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতীয় ৪ জেলেকে আটক করেছে বনবিভাগ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পাকড়াতলী চর হতে। এসময় জব্দ করা হয়েছে মাছ ধরা জাল ও ট্রলার।
আটককৃত জেলেরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসন্তী পার্বতীপুর এলাকার বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় জেলেরা দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ করছিল। আটক জেলেদের আদালতে প্রেরণ করা হয়েছে।