বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৩

এক বৃদ্ধার লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৃগী নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর (বয়স আনুমানিক ৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা শেরপুর সদর উপজেলার।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার অষ্টমীতলা পূর্ব শেরী এলাকার মৃগী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে উপজেলার অষ্টমীতলা পূর্ব শেরী এলাকার মৃগী নদীতে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জনাব, মো. বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।