ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীকে কক্সবাজারের টেকনাফে ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে এবং সেই নারী ছিলেন অন্তঃসত্ত্বা।
মঙ্গলবার সকালে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।
অভিযুক্ত স্বামীর নাম ছৈয়দ হোসাইন (৩৯)। তাকে আটক করেছে পুলিশ।
পারিবারিক কহলের দ্বন্দ্বে ছৈয়দ হোসাইন এ ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
নিহত ইসলাম খাতুন (৩৪) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার বাসিন্দা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টেকনাফ বাহার ছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির আই সি নুর আহাম্মদ বলেন, পাষণ্ড স্বামী সৈয়দ হোসাইন শুধু তার স্ত্রীকে হত্যা করেনি, পৃথিবীতে আর একটি অনাগত প্রাণকেও হত্যা করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাকে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।