ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবুল মিয়ার পুত্র দুলাল মিয়া সহ ৩ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভাদেরা গ্রামে।
জানা যায়, দুলাল মিয়া (৪৫), পিতা আবুল মিয়ার অভিযোগে আবুল মিয়া বলেন, দুলাল মিয়া আমার ছেলে, ২নং আসামি টিটন আমার ভাগিনা। তাহারা খারাপ, দুষ্কৃতিকারী এবং অন্যায়কারী। তারা সর্বদায় মাতলামি করে আমার ঘরে প্রবেশ করে। নেশা খাওয়ার জন্য আমার কাছে টাকা চায়, টাকা না দিলে আমাকে ও আমার স্ত্রী কে মারধর করে। শুধু তাই নয় ঘরের জিনিস পত্রও ভেঙে ফেলে। এমনকি নিজের বাবাকে জানে মেরে ফেলার হুমকি দেয় আসামী দুলাল মিয়া। এক পর্যায়ে আমার কাছে নেশা ক্রয় করার জন্য তিন হাজার টাকা চেয়েছিল, টাকা না দেওয়ায় গত ১৯/০৭/২০২১ইং বেলা ১১ঃ৪৫ ঘটিকায় আমাকে মাটিতে ফেলে, কিল ঘুষি, লাথি, সহ ইচ্ছে মত গলা চেপে ধরে দুলাল মিয়া সহ অন্যান্য আসামীরা।
কোনোভাবে প্রানে বাঁচিয়ে আমাকে নিয়ে যায় এলাকাবাসী এই ঘটনার পর থেকে আমি নিজের প্রাণ বাঁচাতে এলাকার মসজিদে বসবাস করছি। আবুল মিয়া আরো বলেন শুধু এই নয় নেশার টাকার জন্য আমাকে দা দিয়ে অনেক সময় জানে মেরে ফেলার হুমকি দেয় আমার জীবনের কোনো নিরাপত্তা নাই।
তাই আমি বাধ্য হয়ে নেত্রকোনা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছি।
তবে স্হানীয় সচেতন মহল মনে করেন এমন কুপুত্রের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যাবস্থা নেওয়া হোক। “মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”