ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে আর এই ঘটনা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর মোড়ে। নিহতের নাম মইনুল হাসান পলাশ (৩০)। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পলাশ চরশ্রীরামপুরের মৃত আবুল কাসেমের পুত্র। ঘটনা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি, লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে।
নিহতের চাচাতো ভাই এএফ এম জাহিদ হাসান বাবু বলেন, পলাশ চরশ্রীরামপুর মোড়ের বাজারে মোবাইল, ফ্লেক্সিলোড, নগদ, বিকাশের ব্যবসা করতেন। দোকান বন্ধ করে ৪-৫ লাখ টাকাসহ বাড়ি ফিরছিলেন। সঙ্গে কয়েকটি মোবাইল ফোনও ছিল।
বাড়ি ফেরার পথে চরশ্রীরামপুরের ফজলুল হকের পুকুরপাড়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পলাশকে ঘটনাস্থলেই হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। নিহতের বড় ভাই মাহবুব কায়েস জুয়েল জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, শহিদুল হক সরকার বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি পলাশের লাশ রাস্তায় পড়ে আছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে পুত্রশোকে পাথর হয়ে গেছেন মা সায়েদা বেগম। স্বামীর জন্য আর্তনাদ করছেন নিহতের স্ত্রী লিমা আক্তার। নিহত পলাশের সাদিয়া নুর সাবা নামে ৫ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গৌরীপুর থানার ওসি জনাব, খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যকারীদের শনাক্তকরণ ও ঘটনার তদন্ত চলছে।