বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২৮

ফাঁস দিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় ফাঁস দিয়ে অঞ্জন বিশ্বাস নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন আর এই ঘটনা চট্টগ্রামে। শনিবার বিকেলে উপজেলার চিকদাইর ইউপির দুই নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অঞ্জন বিশ্বাস ওই এলাকার নিতাই বিশ্বাসের ছেলে। এলাকায় একটি মুদি দোকান রয়েছে তার।
স্বজনরা জানায়, কিছুদিন আগে দোকানটি চালু করেন অঞ্জন। এ নিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণও করেন। এরপর থেকে ঋণ পরিশোধ নিয়ে চাপা উত্তেজনায় ভুগছিলেন তিনি।
রাউজান থানার ওসি জনাব, আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঋণগ্রস্ত ছিলেন বলে জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।