বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৩০

বাউফলে আইন অমান্য করায় লক ডাউনের ২য় দিনে ৩৭ জনকে ১৮,৫০০টাকা জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে মহামারী করোনা ভাইরাস জনিত রোগ এর বিস্তার রোধকল্পে দুইটি ভ্রাম্যমান মোবাইল টিম উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে জেল, জরিমানা অব্যাহত রেখেছে মোবাইল কোর্ট পরিচালিত টিম।
কঠোর লগডাউনের দ্বিতীয় দিনে এ অভিযান চালিয়ে সকাল থেকেই ভ্রাম্যমান দল দুইটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী কসমেটিকস দোকান, ইজিবাইক, হোন্ডা, ট্রলি ও চা দোকানী সহ মোট ৩৭ জনকে ১৮হাজার ৫০০শত টাকা জরিমানা করা হয়েছে । বাউফল উপজেলার নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জনাব, জাকির হোসেন জানান, সহকারী কমিশনার (ভূমি) জনাব, আনিচুর রহমান বালি ও বাউফল থানার ওসি জনাব, আল মামুন সরকারী নির্দেশ পালনে মাঠে কাজ করছে। সরকারি বিধি নিষেধ যারা অমান্য করছে তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে। এ বিধিনিষেধ যতদিন চালু থাকবে ততদিন মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই উপজেলায় অব্যাহত থাকবে।