রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:৫৬

দুদকে মামলা হয়েছে এবি ব্যাংকের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুদক মামলা দায়ের করেছে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করায় এবি ব্যাংকের ১৬ কর্মকর্তাসহ মোট ১৭জনের বিরুদ্ধে।
২০১৪ হতে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে একে অন্যের সহায়তায় জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ৬ টি জাল ওয়ার্ক অর্ডারের বিপরীতে ১৬৬ কোটি ১৮ লাখ টাকা এবং প্রধান কার্যালয়ের অনুমােদনবিহীন ৭টি অবৈধ ব্যাংক গ্যারান্টির প্রদানের মাধ্যমে আরাও ১০ কোটি টাকা ঋণ প্রদান করে উত্তোলন পূর্বক আত্মসাৎ করেন তারা।
মামলার অভিযুক্ত আসামীগণ হলেন- ১) মােঃ এরশাদ আলী, প্রােপাইটর- এরশাদ ব্রাদার্স কর্পোরেশন, ২) এ. বি. এম আব্দুস সাত্তার ,সাবেক-ইভিপি ও শাখা ম্যানেজার (বর্তমানে অবসর প্রাপ্ত), এবি ব্যাংক লি. ৩) মােঃ আব্দুর রহিম , সাবেক- এভিপি ও রিলেশনশিপ ম্যানিজার , এবি ব্যাংক লি. ৪) মােঃ আনিসুর রহমান, এসভিপি ও সাবেক রিলেশনশিপ ম্যানেজার, এবি ব্যাংক লি. ৫) মােঃ শহিদুল ইসলাম, ৬) মােঃ রুহুল আমিন, এভিপি, এবি ব্যাংক লি., ৭) ওয়াসিকা আফরােজী, ইভিপি এবং হেড অব সিআরএম, এবি ব্যাংক লি. প্রধান কার্যালয়, ঢাকা, ৮) মুফতি মুস্তাফিজুর রহমান, সাবেক ভিপি এবং এবি ব্যাংক, ৯) সালমা আক্তার ,সাবেক এস ই ভিপি এবং হেড অব সিআরএম (বর্তমানে অবসরপ্রাপ্ত), এবি ব্যাংক লি. প্রধান কার্যালয়, ঢাকা, ১০) মােহাম্মদ এমারত হােসেন ফকির, এভিপি ওসিআরএম সদস্য, এবি ব্যাংক লি, প্রধান কার্যালয়, ঢাকা, ১১) মােঃ তৌহিদুল ইসলাম, সাবেক প্রিন্সিপাল অফিসার, এবি ব্যাংক লি, প্রধান কার্যালয়, ঢাকা, বর্তমানে- প্রিন্সিপাল অফিসার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি, প্রধান কার্যালয়, ঢাকা ১২) শামীম-এ-মােরশেদ ,এস.ভি.পি ও সিআরএম এর সদস্য, এবি ব্যাংক লি, প্রধান কার্যালয়,১৩) খন্দকার রাশেদ আনােয়ার, পদবী- ভিপি ও সিআরএম র সদস্য, এবি ব্যাংক লি. প্রধান কার্যালয়, ১৪) সিরাজুল ইসলাম, পদবী- এভিপি ও সিআর এম র সদস্য, এবি ব্যাংক লি. প্রধান কার্যালয়,১৫) মােহাম্মদ মাহফুজ-উল-ইসলাম , পদবী-এক্স-ভিপি ও ক্রেডিট কমিটির সদস্য, এবি ব্যাংক লি, প্রধান কার্যালয় ১৬)মসিউর রহমান চৌধুরী, পদবী- সাবেক ডিএমডি ও এমডি(বর্তমানে অবসর প্রাপ্ত) এবং ক্রেডিট কমিটির প্রধান, এবি ব্যাংক লি. প্রধান কার্যালয়, ঢাকা এবং ১৭) শামীম আহমেদ চৌধুরী,সাবেক-এমডি (বর্তমানে অবসরপ্রাপ্ত) এবি ব্যাংক লি. প্রধান কার্যালয়, ঢাকা।