ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শনিবার সন্ধ্যায় হুগলি জেলার চন্দননগরে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এক কিশোরী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে ভারতের পশ্চিমবঙ্গে। নম্রতা দাস নামে এক কিশোরী তার প্রেমিকের জন্মদিনের পার্টিতে গিয়েছিল। সেখানে মেয়েকে দেখে বকা দিয়েছিলেন তার বাবা। দ্রুত তাকে বাড়ি ফিরতে নির্দেশ দেন। এর পর বান্ধবীর বাসায় গিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে।
পুলিশের দাবি, নম্রতা সেখান থেকে সরাসরি ফোন করে তার এক বান্ধবীকে। অনুষ্ঠান ছেড়ে গঞ্জের বাজারের কাছে তার এক বান্ধবীর ফ্ল্যাটে চলে যায় সে। আবাসনে ঢুকে সরাসরি ছাদে উঠে সেখান থেকে লাফ দেয় নম্রতা।
নম্রতার পড়ে যাওয়ার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তাকে কাছেই চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলে মিলেছে নম্রতার মোবাইল ও মানিব্যাগ।
এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।