শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৯

এক কৃষকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাটোরের বড়াইগ্রামে আক্কেল কাজী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে টেলিভিশনে ডিশ লাইনের তার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত আক্কেল কাজী কুমরুল গ্রামের মরহুম তাহের কাজীর ছেলে বলে জানা গেছে।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, মঙ্গলবার রাতে বজ্রবৃষ্টির সময় আক্কেল কাজী বাড়িতে টেলিভিশনের ডিশ লাইনের তার খুলে রাখেন। বৃষ্টি থেমে গেলে তিনি আবার টিভিতে ওই তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।