ডেইলি ক্রাইম বার্তা : খাল পুনঃখননে বরিশালের গৌরনদীতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩মার্চ) গৌরনদী উপজেলার বার্থী ও ডুমুরিয়া গ্রামের সর্ব্বস্তরের চাষিদের ব্যানারে পশ্চিম বার্থী ব্রিজ নামকস্থানে বার্থী-ভালুকশী সড়কে দুই শতাধিক কৃষক এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষুব্ধরা খাল কাটার এস্কেভেটার (ভেকু) বন্ধ করে দেয়।
ইরি-বোরো ও পান চাষি আ. গনি সরদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিন্টু, এস.এম মোশারফ হোসেন, ম্যানেজার আব্দুল করিম হাওলাদার, পঞ্চানন দত্ত, ছালাম বেপারী, বোরো চাষি মোস্তফা হাওলাদার, কলম সরদার, শেখ সামাদ হুজুর, ছত্তার হাওলাদার, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বাশার সরদার প্রমূখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”