শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:৫৫

খুন করে নদীতে লাশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক ব্যক্তি খুলনা জেলার ডুমুরিয়ায় নির্মমভাবে খুন হয়েছেন। গতকাল শনিবার পুলিশ ডুমুরিয়া-অভয়নগর সীমান্তে হরি নদী থেকে ঐ ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছেন।
নিহত জিয়াউর রহমান জিয়া ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামের খবির উদ্দিন মোড়লের বড় ছেলে।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইব্রাহিম বলেন, হয়তো চাইনিজ কুড়াল দিয়ে জিয়াউর রহমান জিয়াকে কুপিয়ে খুন করা হতে পারে এবং দুটি বিষয়কে কেন্দ্র করে হত্যার মোটিভ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। অপরাধীদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাসুদ রানা বলেন, হত্যার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।