ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭০, ঢাকা বিভাগে ৪৪, বরিশালে ৪১, চট্টগ্রামে ১৫, খুলনায় ৪১, রাজশাহীতে ১৯, ময়মনসিংহে ৭ ও রংপুরে ২।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৯৪৭ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৫৪১ জন।