শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৪৯

এক শিক্ষার্থী নিহত মোটরসাইকেল দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা রাজধানীর কাকরাইলে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
নিহত শিক্ষার্থীর নাম তাসনিম ফেরদৌস (২০)। আহত শিক্ষার্থীর নাম তামিম রহমান (১৯)।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে কাকরাইল মসজিদের অদূরে মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসমাঈল মিয়ার ছেলে তাসনিম।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই প্রাণ হারান তাসনিম।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।