ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনেকটা আড়ালে পড়ে গেছে দেশে ডেঙ্গুর প্রকোপের বিষয়টি। অথচ সারা দেশে ডেঙ্গু-আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত বছরের মতো এবারও সারা দেশে ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত এ রোগ। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ২০২৩ সালে দেশে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছিল ডেঙ্গু। বস্তুত ২০২৩ সালে ডেঙ্গু আমাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা রেখে গেছে, আর তা হলো, আমরা যদি সতর্ক না হই, তাহলে এ বছরও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যা প্রায় অর্ধশত। কাজেই এখনই সবার সতর্ক হওয়া প্রয়োজন।