মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:২৬

উপজেলা নির্বাচন ৪ মে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার ধাপে দেশে এবার উপজেলা নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশনের বৈঠকে। আগামী ৪ থেকে ২৫ মে এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব জনাব, জাহাংগীর আলম। এদিকে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনগুলোর ভোট আগামী ১৪ মার্চ জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার এই ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব, কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদে সংরক্ষিত নারী আসন নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জনাব, মো. জাহাংগীর আলম। এ সময় তিনি উপজেলা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানান। ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
১৯ ও ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং অফিসার। মনোনয়ন যাছাই-বাছাইয়ের ওপর আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি হবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ।
ভোট গ্রহণ করা হবে ১৪ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।