ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।
জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর এর ব্যবস্থাপনায় পিঠা উৎসবে ১৫টি স্টলে প্রতিদিন নানা পদের পিঠার পসরা নিয়ে বসবে বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠান সমূহ।
জেলা কালচারাল অফিসার শারমীন জাহান জানান, বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতিদিন চলবে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী টানা এ আয়োজন চলবে।
গাজীপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জনাব, আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) জনাবা, আবিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের পুলিশ সুপার জনাব, কাজী শফিকুল আলম (বিপিএম), ভাষা শহীদ বরকত কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণত সম্পাদক এম এ সালাম শান্তসহ বিভিন্ন লোকজন।