শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৪

সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক দিনের সফরে আজ (১৮ আগস্ট) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই ঢাকা আসছেন শ্রিংলা।
দেশটির পররাষ্ট্রসচিব হিসেবে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। বাংলাদেশে সফলতার সঙ্গে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ওয়াশিংটনে দায়িত্ব পালন করে দিল্লিতে বিদেশ সচিবের দায়িত্ব পাওয়ার পর চলতি বছরের মার্চের প্রথমার্ধে প্রথম ঢাকায় এসেছিলেন পেশাদার কূটনীতিক শ্রিংলা। একদিনের ঝটিকা সফরে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছাবেন। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। মহামারীর মধ্যে শ্রিংলার আকস্মিক এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র সফরের বিষয় নিশ্চিত করলেও এ ব্যাপারে আগাম কোনো ঘোষণা দেয়া হয়নি।