সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২৩

সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণ সামগ্রী বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিরাজগঞ্জে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য বিতরন করেছে র‌্যাব -১২ সদস্যরা। হুইল চেয়ার ক্রিকেট বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি, বেসরকারি ও সেবামূলক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এগিয়ে এসেছে র‌্যাব ফোর্সেস। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পৌর এলাকার মালসাপাড়া ক্রসবাঁধ-৩ এলাকায় বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য বিতরন করা হয়েছে। র‌্যাব-১২ এর অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম পিএসসি, স্পেশাল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ ও হুইল চেয়ার ক্রিকেট ফাউন্ডেশনের পক্ষ হতে মামুন বিশ্বাস বিতরণ সময় উপস্থিত ছিলেন।