ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। বুধবার ৫ আগষ্ট আসর বাদ নগরীর বিবির পুকুরপাড় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ২ আসনের এমপি তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ এ,কে এম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন এবং আওয়ামীলীগের সকল মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।