শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ২:০২

গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন ২০ বছর, ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে একজনকে গুলি করে হত্যার পর। তবু শেষ রক্ষা হলো না তার। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছেন র‌্যাব-২ এর সদস্যরা।
র‌্যাব-২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জনাব, খন্দকার শামীম জানান, পূর্ব শত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৩ সালের ২১ এপ্রিল মোহাম্মদপুরের লালমাটিয়া ইঞ্জিনিয়ারস কলোনির সামনে ফুটপাতে মিজানুর রহমান রিপন (১৯) নামে একজনকে গুলি করে হত্যা করেন মোমিনুল ইসলাম ওরফে টিপু ও তার সহযোগী জাহিদ ও দাড়িয়ালবাবু। পরের দিন নিহত রিপনের বোন হিরণ বেগম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে আদালত ২০০৮ সালে তাকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী টিপুকে খুঁজতে থাকে।
র‌্যাব বলেন, তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মনাম ব্যবহার করে কখনো তাবলীগ জামায়াতে গিয়ে, আবার কখনো বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, তিনি মোহাম্মদপুর এলাকায় রয়েছেন। পরে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।