বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫০

দুই পক্ষের সংঘর্ষ এবং একজনকে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লার মুরাদনগর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে আবদুস সাত্তার (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলী এলাকায় এই খুনের ঘটনা ঘটে। এদিন রাত ১১টার দিকে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আজিজুল বারী ইবনে জলিল ও একই উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। উভয় থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।
নিহত আবদুস সাত্তার (৩৮) উপজেলার বাঙ্গরা বাজার থানার কাঁঠালিয়া কান্দা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আজিজুল বারী ইবনে জলিল ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রিয়াজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ঘটনাটি দুই থানার লোকজনের মধ্যে সংঘটিত হয়েছে। এরই মধ্যে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।