ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ চাঞ্চল্যকর শাকিব রহমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুলবুল আহমদ নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বুলবুল তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের পূর্বদৈল (গড়কাটি) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার রাত আড়াইটার দিকে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, তথ্য প্রযুক্তি ও পুলিশের নিজস্ব সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহিরপুর থানার ওসি জনাব, সৈয়দ ইফতেখার হোসেন ও শাকিব হত্যা মামলার তদন্তকারী অফিসার পরিদর্শক (তদন্ত) কাওছার আলমের যৌথ নেতৃত্বে পুলিশের একটি দল বিশ্বম্ভরপুরের শক্তিয়ার খলা এলাকা থেকে শুক্রবার রাতে বুলবুল আহমদকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, ২৫ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার ঘাগটিয়া চক বাজার থেকে পূর্ব বিরোধের জের ধরে ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের মুজিবুর রহমানের ছেলে শাকিব রহমানকে খুন করা হয়।
সুনামগঞ্জ পুলিশ সুপার জনাব, মোহাম্মদ এহসান শাহ্ বলেন, দ্রুততম সময়ের মধ্যে শাকিব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।