বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৬

এক যুবককে পিটিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলেধরা সন্দেহে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবককে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া নামক এলাকায় গণপিটুনিতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) জনাব, মো. হেলাল উদ্দিন ভূইয়া এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেধরা সন্দেহে তাকে গণধোলাইয়ের পর তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে, তার নাম-পরিচয় এখনো জানতে পারিনি। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।