শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:১২

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জিলানী রহমান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জিলানী রহমান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জিলানী রহমান বাংলাদেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আজ ৩০ জুলাই বৃহস্পতিবার তিনি এক বানীতে সবাইকে এই ঈদের শুভেচ্ছা জানান । মুক্তিযুদ্ধ মঞ্চ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জিলানী রহমান জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে সবাইকে। তিনি আরো বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রোত হওয়াই কোরবানির মর্মবাণী। কোরবানির শিক্ষা মনে ধারন করে মানবকল্যানে নিজেকে উৎসর্গ করা সবার কর্তব্য। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আজহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সকল মুসলমান সহ সর্বস্তরের জনগণকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা ও ঈদ মোবারক। মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আরো বলেন আপনারা কোরবানির পশু জবাই দিয়ে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন এবং সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন।