শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৩:২৬

বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : কিশোর-কিশোরী ক্লাব সদস্যদের অংশগ্রহণে বরিশালের গৌরনদীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২২ গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় গৌরনদী এর আয়োজনে ৩১ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠান গৌরনদী উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন এর পরিচালনায় উপজেলা কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গর্ভনিং বর্ডির সভাপতি বাবু গণেশ চন্দ্র দাস, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, কবি লেখক শেখ খলিলুর রহমান, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”