শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ২:২২

আক্রান্ত এবং মৃত্যু করোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায়। নতুন করে এ সময়ে আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৩ হাজার ৩৩০ জন আর মৃত্যু হয়েছে দু’হাজার ৩০৮ জনের।
গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন দু’লাখ ৫৯ হাজার ৮২১ জন আর মারা গেছেন এক হাজার ৮৩ জন। তার আগে সোমবার আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ৪০ হাজার ৭১৩ জন আর মৃত্যু হয়েছিল ৭৩৩ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি নয় লাখ ৪১ হাজার ২৩৯ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৪৯ হাজার ৮৯৭ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার ৬৮৪ জন।