শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৮

মাদক কারবারি ইয়াবাসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকার কেরানীগঞ্জ থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) কেরানীগঞ্জ ক্যাম্প।
র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ নভেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা থেকে মো. আবু তাহের (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়‌।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী আনুমানিক ১২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে র‌্যাব-১০ সদস্য বাদী হয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ আসামিকে থানায় হস্তান্তর করেন।