রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:২২

৩ বিজিবির বিনামূল্যে খাগড়াছড়ির পানছড়িতে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লোগাং দুর্গম এলাকা করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় প্রায় দুই শতাধিক হতদরিদ্রের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছেন ৩বিজিবি লোগাং জোন।
২৭ অক্টোবর সকাল ১১টার সময় পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা এই সেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা (মেডিকেল ক্যাম্পেইন) এ উপস্থিত ছিলেন ৩ বিজিবি পানছড়ি ব্যাটেলিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ জনাব, মোঃ মশিউর রহমান এএমসি।
মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণ বিজিবির নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
এ ব্যাপারে পানছড়ি ৩বিজিবি লোগাং জোন এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জনাব, জাহিদুল ইসলাম জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে পানছড়ি ব্যাটেলিয়ন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”