ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদের নির্দেশনায় নেত্রকোনা মডেল থানার ওসি জনাব, খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী প্রদীপ চন্দ্র সরকারকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকা থেকে বিভিন্ন ব্র্যন্ডের ২৬ বোতল ভারতীয় মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রদীপকে গ্রেপ্তার করা হয়। প্রদীপ ঠাকুরাকোনা গ্রামের বাধন চন্দ্র সরকারের ছেলে। এ ব্যাপারে রোববার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”